কারা রক্তদান করতে পারবেন ?(Who Can Donate Blood?)

নিচের শর্ত অনুযায়ী আপনি রক্ত দিতে পারবেন:

# যদি আপনার বয়স ১৮ বছর হতে ৬০ বছর হয়ে থাকে।

# যদি আপনার ওজন ৪৫ কেজি বা তার বেশী হয়ে থাকে।

# যদি উচ্চ রক্তচাপ (হাই প্রেশার) না থাকে।

# যদি রক্ত স্বল্পতা বা এনিমিয়া না থাকে।

# যদি ৪মাস বা ১২০ দিনের মধ্যে রক্ত না দিয়ে থাকেন।

# যদি আপনি গত ৬মাসের মধ্যে রক্ত বা রক্তের কোন উপাদান না গ্রহণ করে থাকেন।

# আপনার যদি গত কয়েক মাসের মধ্যে নিম্নলিখিত অসুখ না হয়ে থাকে:

  •       রক্ত শূণ্যতা
  •       জন্ডিস
  •     হৃদরোগ
  •     ডায়াবেটিস
  •    অ্যাজমা
  •    কালাজ্বর
  •   ম্যালেরিয়া
  •    ডেঙ্গু
  •    যক্ষা বা টিবি
  •    যেৌনবাহিত রোগ থাকলে:(   এইডস,  হেপাটাইটিস-বি,   হেপাটাইটিস-সি,  সিফিলিস)  
  •    যে কোন ধরণের ক্যান্সার

 

# মাদকাসক্ত না হলে।

 

সতর্কবাণী :

কেউ কোন শর্তারোপ করে রক্ত দিতে চাইলে ;বা রক্ত কেনা-বেচার চেষ্টা করলে, রক্ত নেয়া থেকে বিরত থাকুন।