এনএসভি (নন-স্ক্যালপেল ভ্যাসেকটমি)
পুরুষদের জন্য একটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি

এনএসভি ও এনএস সেবা গ্রহীতার জন্য কিছু তথ্য ও নির্দেশাবলী

এনএসভি কি?

     এনএসভি পুরুষদের জন্য একটি অত্যন্ত কার্যকরী স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।
     ২টি সন্তান আছে এবং ছোটটির বয়স ১ বৎসর হলে তিনিও এনএসভি করাতে পারেন।
     অত্যন্ত সহজ অপারেশন, যা লোকাল অবশকরনের মাধ্যমে করা হয়।
     এই অপারেশন করতে মাত্র ৫-৭ মিনিট সময় লাগে।
     কর্মক্ষমতা, যৌন মিলনের ক্ষমতা আগের মতই স্বাভাবিক থাকে।
     বীর্যপাত আগের মতোই হয়, বীর্যে শুধু শুক্রকীট থাকে না, তাই সন্তান হয় না।
     পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বললেই চলে।
 
এনএসভি সেবা গ্রহণের পর একজন গ্রহীতা যা করবেনঃ

  দু’দিন পর থেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
  ৩ দিন পর্যন্ত কোন ভারী কাজ করা যাবে না।
  অপারেশনের পরবর্তী ৩ মাস সহবাসের সময় অবশ্যই কনডম ব্যবহার করতে হবে, অথবা স্ত্রী যেন উক্ত সময়ে যে কোন অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেন; সে বিষয়টি নিশ্চিত করবেন।
  যে কোন অসুবিধা হলে গ্রহীতা যেখান থেকে সেবা নিয়েছেন সেই কেন্দ্রে বা নিকটস্থ পরিবার পরিকল্পনা কর্মী বা মেরী স্টোপস ক্লিনিকে বা সরকারী/বেসরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করবেন।

 যে যে কারণে সেবা কেন্দ্রে অবশ্যই যেতে হবেঃ

  ক্ষতস্থান থেকে পুঁজ বা রক্ত বের হলে
  অন্ডকোষা ফুলে গেলে।
  এনএসভি করার পরও স্ত্রী গর্ভবতী হলে।

এই পদ্ধতি গ্রহণ করে আপনি যদি সন্তুষ্ট থাকেন অথবা আপনি যদি মনে করেন যে কোন সক্ষম দপ্ততির এ পদ্ধতির কার্যকরী গ্রহণযোগ্যতা রয়েছে, তাহলে আপনার পরিচিত দম্পতিদেরকেও এই পদ্ধতি গ্রহণে উৎসাহিত করুন।