এনএসভি (নন-স্ক্যালপেল ভ্যাসেকটমি)
পুরুষদের জন্য একটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি
এনএসভি ও এনএস সেবা গ্রহীতার জন্য কিছু তথ্য ও নির্দেশাবলী
এনএসভি কি?
এনএসভি পুরুষদের জন্য একটি অত্যন্ত কার্যকরী স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।
২টি সন্তান আছে এবং ছোটটির বয়স ১ বৎসর হলে তিনিও এনএসভি করাতে পারেন।
অত্যন্ত সহজ অপারেশন, যা লোকাল অবশকরনের মাধ্যমে করা হয়।
এই অপারেশন করতে মাত্র ৫-৭ মিনিট সময় লাগে।
কর্মক্ষমতা, যৌন মিলনের ক্ষমতা আগের মতই স্বাভাবিক থাকে।
বীর্যপাত আগের মতোই হয়, বীর্যে শুধু শুক্রকীট থাকে না, তাই সন্তান হয় না।
পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বললেই চলে।
এনএসভি সেবা গ্রহণের পর একজন গ্রহীতা যা করবেনঃ
দু’দিন পর থেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
৩ দিন পর্যন্ত কোন ভারী কাজ করা যাবে না।
অপারেশনের পরবর্তী ৩ মাস সহবাসের সময় অবশ্যই কনডম ব্যবহার করতে হবে, অথবা স্ত্রী যেন উক্ত সময়ে যে কোন অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেন; সে বিষয়টি নিশ্চিত করবেন।
যে কোন অসুবিধা হলে গ্রহীতা যেখান থেকে সেবা নিয়েছেন সেই কেন্দ্রে বা নিকটস্থ পরিবার পরিকল্পনা কর্মী বা মেরী স্টোপস ক্লিনিকে বা সরকারী/বেসরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করবেন।
যে যে কারণে সেবা কেন্দ্রে অবশ্যই যেতে হবেঃ
ক্ষতস্থান থেকে পুঁজ বা রক্ত বের হলে
অন্ডকোষা ফুলে গেলে।
এনএসভি করার পরও স্ত্রী গর্ভবতী হলে।
এই পদ্ধতি গ্রহণ করে আপনি যদি সন্তুষ্ট থাকেন অথবা আপনি যদি মনে করেন যে কোন সক্ষম দপ্ততির এ পদ্ধতির কার্যকরী গ্রহণযোগ্যতা রয়েছে, তাহলে আপনার পরিচিত দম্পতিদেরকেও এই পদ্ধতি গ্রহণে উৎসাহিত করুন।